Quran লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Quran লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৭ জানুয়ারী, ২০১২

আল কোরআনের বাংলা অনুবাদ, 004 : সূরা আন নিসা # Al Quran in Bangla Translation. 004 - Surah An-Nisa

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
004 : 001 # হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গীনীকে সৃষ্টি করেছেন; আর বিস্তার করেছেন তাদের দু’জন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় কর, যাঁর নামে তোমরা একে অপরের নিকট যাচঞ্ঝা করে থাক এবং আত্নীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন।
004 : 002 # এতীমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও। খারাপ মালামালের সাথে ভালো মালামালের অদল-বদল করো না। আর তাদের ধন-সম্পদ নিজেদের ধন-সম্পদের সাথে সংমিশ্রিত করে তা গ্রাস করো না। নিশ্চয় এটা বড়ই মন্দ কাজ।

শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১২

আল কোরআনের বাংলা অনুবাদ, 003 : সূরা আল ইমরান # Al Quran in Bangla Translation. 003 - Surah Ale Imran

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
003 : 001 # আলিফ লাম মীম।
003 : 002 # আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক।
003 : 003 # তিনি আপনার প্রতি কিতাব নাযিল করেছেন সত্যতার সাথে; যা সত্যায়ন করে পূর্ববর্তী কিতাবসমুহের।
003 : 004 # নাযিল করেছেন তাওরত ও ইঞ্জিল, এ কিতাবের পূর্বে, মানুষের হেদায়েতের জন্যে এবং অবতীর্ণ করেছেন মীমাংসা। নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে, তাদের জন্যে রয়েছে কঠিন আযাব। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশীল, প্রতিশোধ গ্রহণকারী।
003 : 005 # আল্লাহর নিকট আসমান ও যমীনের কোন বিষয়ই গোপন নেই।

বুধবার, ২১ ডিসেম্বর, ২০১১

হাফেজী কুরআন শরীফ এবং ইন্টারেক্টিভ লিংক # Hafezi Quran Sharif With Interactive Link

বাংলাদেশী হাফেজী কোরান শরীফ বর্তমান সময়ের বাংলা ভাষাবাসীর জন্য খুব জনপ্রিয়। কিন্তু এটি বই আকারে পাওয়া গেলেও পিডিএফ আকারে পাওয়া যায় না , আবার পিডিএফ আকারে পাওয়া গেলেও সেটি খুব ভালো মানের নয় , তাছাড়া সব লিংক করা না থাকলে কাঙ্কিত সুরাহ বা পেইজে যাওয়া অনেক কষ্ট হয় , তাই কম্পিউটার এন্ড স্মার্ট ফোনে ব্যবহার উপযোগী একটি পিডিএফ ফাইল আপনাদের সবার জন্য তৈরি করলাম , এখানে আছে সব লিংক , সুরাহ লিংক , পারা লিংক , পেইজ লিংক এবং যেকোন পৃষ্টায় থাকেন না কেন এক ক্লিক এ মূল লিংকে আসতে পারবেন , খুবই উন্নত মানের করে এটি বানানো হলো , একবার ডাউনলোড করে পড়ে দেখুন , এটির লিংক কাজ করবে adobe acrobat reader দ্বারা , তাই adobe acrobat reader ডাউনলোড করে নেবেন , যেখানে হাফেজী কোরান শরীফ ডাউনলোড করবেন সেখানে কম্পিউটার এন্ড স্মার্ট ফোনে ব্যবহার করার মত adobe acrobat reader দেওয়া আছে। স্মার্ট ফোনে নাইট মোডে এন্ড হোয়াট মোডে পড়া যাবে। 

রবিবার, ৪ ডিসেম্বর, ২০১১

আল কোরআনের বাংলা অনুবাদ, 002 - সুরাহ বাকারাহ # Al Quran in Bangla Translation. 002 - Surah Baqarah

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
002 : 001 # আলিফ লাম মীম।
002 : 002 # এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য,
002 : 003 # যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামায প্রতিষ্ঠা করে। আর আমি তাদেরকে যে রুযী দান করেছি তা থেকে ব্যয় করে
002 : 004 # এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে। আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে।
002 : 005 # তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই যথার্থ সফলকাম।
002 : 006 # নিশ্চিতই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছুই আসে যায় না, তারা ঈমান আনবে না।
002 : 007 # আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন, আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।
002 : 008 # আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়।

বুধবার, ৩০ নভেম্বর, ২০১১

সূরাহ ফাতিহা - এর তাফসীর # Tafsir of Surah Fatiha

সূরা ফাতিহা

(মুখবন্ধ)
মক্কায় অবতীর্ণ ১ম পূর্ণাঙ্গ সূরা
সূরা ১, আয়াত ৭, শব্দ ২৫, বর্ণ ১১৩।
بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
পরম করুণাময় অসীম দয়ালু আল্ল­াহর নামে (শুরু করছি)।[1]
(১) যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগত সমূহের প্রতিপালক।
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
(২) যিনি করুণাময় কৃপানিধান।
 الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
(৩) যিনি বিচার দিবসের মালিক।
الرَّحْمَنِ الرَّحِيمِ
(৪) আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
 مَالِكِ يَوْمِ الدِّينِ
(৫) তুমি আমাদেরকে সরল পথ প্রদর্শন কর।
 إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
(৬) এমন ব্যক্তিদের পথ, যাদেরকে তুমি পুরস্কৃত করেছ।
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
(৭) তাদের পথ নয়, যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট হয়েছে। (আমীন! তুমি কবুল কর!)
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

রবিবার, ২০ নভেম্বর, ২০১১

আল কোরআনের বাংলা অনুবাদ, 001 সুরাহ ফাতিহা # Al Quran in Bangla Translation. 001 Surah Fatiha

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
001 : 01 # যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
001 : 02 # যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
001 : 03 # যিনি বিচার দিনের মালিক।
001 : 04 # আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
001 : 05 # আমাদেরকে সরল পথ দেখাও,
001 : 06 # সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ
001 : 07 # তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছেএবং যারা পথভ্রষ্ট হয়েছে।