4.কুরআনের আলোকে নামাযের গুরত্ব
কুরআনের আলোকে নামাযের গুরত্ব
বর্তমান সময়ে মুসলিম ভাইদের নামায বর্জন করা একটি স্বাভাবিক কর্মনীতি হয়ে দাড়িয়েছে অথচ এই নামায হল দ্বীন ইসলামের একটি মৌলিক বিধান। মহানবীর পূর্বে অন্যান্য নবী রাসুলদের উম্মতের উপরও স্রষ্টার পক্ষ থেকে এই নামায ফরজ করা হয়েছিল।